এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:গ্রাহক হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মসহ নানা অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে দুদক বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, কোনো ধরনের প্রশিক্ষণ বা পরীক্ষা ছাড়াই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হচ্ছে। এছাড়া, বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রাপ্তির নামে বিকাশ ও নগদের মাধ্যমে মোবাইলে অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।
দুদক জানায়, পরীক্ষার খাতাগুলোতে একই হাতের লেখা পাওয়া গেছে এবং ২০ নম্বরের পরীক্ষায় ১২ না পেলেও অনিয়ম করে নম্বর বাড়িয়ে অনেককে পাস করানো হয়েছে।
সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, “আমরা বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। এসব তথ্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।