অনলাইন ডেস্ক : দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টা থেকে খুলে দেওয়া হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো পরীক্ষায় অংশ নিচ্ছেন না। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীক্ষা দেবেন না।
শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি কিছুটা শিথিল করেছেন। তবে তারা পরীক্ষা ফরম পূরণ কিংবা ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন না। তাদের অবস্থান—দাবি পূরণ না হলে তারা পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমে ফিরবেন না
গত বুধবার (৭ মে) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আইডিইবির (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের পাশাপাশি আইডিইবির প্রতিনিধি দলও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
এরপর শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান জানিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেন। এক বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা জানান, ‘কারিগরি শিক্ষা সপ্তাহে’ শিক্ষক সমাজের আন্তরিকতা ও সম্মান বিবেচনায় নিয়ে ৮ মে থেকে ক্লাস কার্যক্রম চালু রাখা হবে। তবে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে অংশ নেওয়া হবে না।
শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না। সূএ :ঢাকা মেইল ডটকম