স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

[ঢাকা, ০৭ মে, ২০২৫] দেশের বাজারে সম্প্রতি নতুন দু’টি ওয়াশিং মেশিন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ; যথা: ৯.৫ কেজি টপ লোড ওয়াশার (ডব্লিউএ৯৫সিজি) এবং এআই প্রযুক্তি সমর্থিত ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার (ডব্লিউডব্লিউ৯০ডিজি) । দু’টি ওয়াশিং মেশিনই উদ্ভাবনী প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক ফিচার সমৃদ্ধ, যা নিশ্চিত করবে উন্নত পারফরমেন্স এবং অধিক স্বাচ্ছন্দ্য।

 

৯.৫ কেজি টপ লোড ওয়াশারটিতে রয়েছে ইকো বাবল প্রযুক্তি, ডুয়াল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে; এর ফলে, কাপড় হবে আরও পরিষ্কার, একইসাথে বজায় থাকবে কাপড়ের কোমল্পতা। ওয়াশিং মেশিনটিতে সফট ডোর ক্লোজিং সুবিধাও রয়েছে। ব্যবহারকারীদের অধিক স্বাচ্ছন্দ্য নিশ্চিতে রয়েছে ১০ লেভেল পর্যন্ত ওয়াটার অ্যাডজাস্টেবল সক্ষমতা এবং ফাইভ-স্টার এনার্জি-এফিশিয়েন্ট রেটিং। এর ৭০০-আরপিএম স্পিন স্পিড ও স্মার্ট চেক ফিচার মেশিনের পারফরমেন্সকে করবে আরও শক্তিশালী ও নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবহার।

 

অন্যদিকে, ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশারে রয়েছে এআই ওয়াশ, এআই ইকো বাবল, এআই কন্ট্রোল, স্মার্টথিংস কানেক্টিভিটি ও অটো ডিসপেন্স ফিচার। উদ্ভাবনী এ সব ফিচার কাপড় ধোয়ার প্রক্রিয়াকে করে তুলবে আরও কার্যকরী। ওয়াশিং মেশিনটিতে রয়েছে ১,৪০০-আরপিএম স্পিন স্পিড ও এনার্জি এফিশিয়েন্সি ক্লাস ‘এ’ এবং প্রতি সাইকেলে ওয়াশিং মেশিনটি ৫০ লিটার পানির ব্যবহার করবে; যে কারণে, এ ফ্রন্ট লোড ওয়াশারটি সাশ্রয় করবে পানি ও বিদ্যুৎ উভয়ই। স্টেক্লিন ড্রয়ার, হাইজিন স্টিম ও বাবল সোক-এর মতো চমৎকার ফিচার সমৃদ্ধ এ ওয়াশিংটি সহজেই যেমন কাপড়কে করে তুলবে আরও পরিষ্কার, তেমনি পুরো প্রক্রিয়া হবে আরও হাইজেনিক। পাশাপাশি, এর ঝকঝকে ব্ল্যাক কার্ভড ডোর ডিজাইন ওয়াশিং মেশিনটিকে দিয়েছে প্রিমিয়াম ও স্টাইলিশ লুক।

 

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বিশ্বাস, ৯.৫ কেজি টপ লোড ওয়াশার ও ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার – এ দু’টি ওয়াশিং মেশিনই চমৎকার পারফরমেন্স নিশ্চিত করার মাধ্যমে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যুক্ত করবে। আমাদের ক্রেতাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসবো।”

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই জিতবে : মাহমুদুর রহমান মান্না

» স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা

» আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর

» দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত

» ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন আহত

» হাসিনা পালানোর আগে স্বজনদের ক্ষুদেবার্তা পাঠান: আলাল

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০০৩ জন আসামি গ্রেফতার

» মা হারালেন আমার দেশ সম্পাদক

» গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব, খেলবেন রংপুরের বিপক্ষে

» স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

[ঢাকা, ০৭ মে, ২০২৫] দেশের বাজারে সম্প্রতি নতুন দু’টি ওয়াশিং মেশিন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ; যথা: ৯.৫ কেজি টপ লোড ওয়াশার (ডব্লিউএ৯৫সিজি) এবং এআই প্রযুক্তি সমর্থিত ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার (ডব্লিউডব্লিউ৯০ডিজি) । দু’টি ওয়াশিং মেশিনই উদ্ভাবনী প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক ফিচার সমৃদ্ধ, যা নিশ্চিত করবে উন্নত পারফরমেন্স এবং অধিক স্বাচ্ছন্দ্য।

 

৯.৫ কেজি টপ লোড ওয়াশারটিতে রয়েছে ইকো বাবল প্রযুক্তি, ডুয়াল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে; এর ফলে, কাপড় হবে আরও পরিষ্কার, একইসাথে বজায় থাকবে কাপড়ের কোমল্পতা। ওয়াশিং মেশিনটিতে সফট ডোর ক্লোজিং সুবিধাও রয়েছে। ব্যবহারকারীদের অধিক স্বাচ্ছন্দ্য নিশ্চিতে রয়েছে ১০ লেভেল পর্যন্ত ওয়াটার অ্যাডজাস্টেবল সক্ষমতা এবং ফাইভ-স্টার এনার্জি-এফিশিয়েন্ট রেটিং। এর ৭০০-আরপিএম স্পিন স্পিড ও স্মার্ট চেক ফিচার মেশিনের পারফরমেন্সকে করবে আরও শক্তিশালী ও নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবহার।

 

অন্যদিকে, ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশারে রয়েছে এআই ওয়াশ, এআই ইকো বাবল, এআই কন্ট্রোল, স্মার্টথিংস কানেক্টিভিটি ও অটো ডিসপেন্স ফিচার। উদ্ভাবনী এ সব ফিচার কাপড় ধোয়ার প্রক্রিয়াকে করে তুলবে আরও কার্যকরী। ওয়াশিং মেশিনটিতে রয়েছে ১,৪০০-আরপিএম স্পিন স্পিড ও এনার্জি এফিশিয়েন্সি ক্লাস ‘এ’ এবং প্রতি সাইকেলে ওয়াশিং মেশিনটি ৫০ লিটার পানির ব্যবহার করবে; যে কারণে, এ ফ্রন্ট লোড ওয়াশারটি সাশ্রয় করবে পানি ও বিদ্যুৎ উভয়ই। স্টেক্লিন ড্রয়ার, হাইজিন স্টিম ও বাবল সোক-এর মতো চমৎকার ফিচার সমৃদ্ধ এ ওয়াশিংটি সহজেই যেমন কাপড়কে করে তুলবে আরও পরিষ্কার, তেমনি পুরো প্রক্রিয়া হবে আরও হাইজেনিক। পাশাপাশি, এর ঝকঝকে ব্ল্যাক কার্ভড ডোর ডিজাইন ওয়াশিং মেশিনটিকে দিয়েছে প্রিমিয়াম ও স্টাইলিশ লুক।

 

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বিশ্বাস, ৯.৫ কেজি টপ লোড ওয়াশার ও ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার – এ দু’টি ওয়াশিং মেশিনই চমৎকার পারফরমেন্স নিশ্চিত করার মাধ্যমে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যুক্ত করবে। আমাদের ক্রেতাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসবো।”

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com