ফাইল ফটো
অনলাইন ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৩৬ জন।
সোমবার (৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬৩৬ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬২৬ জনকে।
অভিযানিক কার্যক্রমে একটি রাম দা, একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।