ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পারমাণবিক শক্তিধারী দেশ দু’টির এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
সোমবার (৫ মে) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে পাকিস্তান জরুরি বৈঠক আহ্বান করার পর সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বৈঠকে বসবে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বৈঠকের পর সাংবাদিকদের কাছে একটি বিবৃতি দেবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সঠিক তথ্য উপস্থাপনের অংশ হিসেবে দেখছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করে। তবে ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে।