ফাইল ফটো
অনলাইন ডেস্ক :ডেমরা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কাশেম আলীকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-২।
রবিবার খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামি মো. কাশেম আলী ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯(১) এর ৯(গ)/২৫ এর মাদক মামলার আসামি।
তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত মো. কাশেম আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: বাসস