ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি হতে চলেছে বলিউড ‘কিং’ শাহরুখ খানের হাত ধরে। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে এধরনের বিশ্বমানের ইভেন্টে অংশ নিতে চলেছেন এই তারকা। আজ সোমবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেট মেট গালায় পা রাখতে চলেছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত হতে চলেছে সেই অনুষ্ঠান। তার আগে এই ইভেন্টে অংশ নিতে রবিবারই নিউইয়র্কে পৌঁছান কিং খান। এ সময় বিমানবন্দরে পাপারাৎজিদের সঙ্গে সাক্ষাৎ হয় তার। দেখা হল ফ্যানদের সঙ্গেও। আর নেটমাধ্যমে সেসব মুহূর্ত ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস অনুরাগীদের।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান বন্দরের টার্মিনালে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে আসছেন বাদশা। তবে দেশে যেরকম ফ্যানদের স্রোত থাকে, এখানে তত সংখ্যক ফ্যান ছিল না। কিন্তু যারা ছিলেন তারাই উষ্ণ অভ্যর্থনা জানান শাহরুখকে। কেউ হাত মেলান। কেউ আলিঙ্গন। সাদা টি-শার্ট, ধূসর জ্যাকেটে নায়ক ছিলেন একই রকম আকর্ষণীয়।
ভারতীয় সুন্দরীরা অনেক আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনো ভারতীয় পুরুষকে এই ফ্যাশন যজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ।