ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় মোবাইল চুরি নিয়ে বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
খোরশেদ আলমের পরিবারের দাবি, সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ। এতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় সালমান ধারালো অস্ত্র দিয়ে খোরশেদকে কুপিয়ে আহত করে এবং বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিহত খোরশেদ একজন গাঁজা ব্যবসায়ী ও সেবনকারী ছিলেন। অপরদিকে, সালমানকেও মাদকাসক্ত বলে স্থানীয়রা জানায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত সালমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।