ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ‘বিএনপি যখন ক্ষমতায় থেকে নির্বাচন করতে চেয়েছিল, তখন তারা বিভিন্ন সময় সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছে নিজেদের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে নয়। আওয়ামী লীগও একই কাজ করেছে ২০১৪ সালে। সেই কারণে আমি মনে করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, নির্লোভ, কোনো স্বার্থের সঙ্গে জড়িত নয়, দেশের মানুষের ভালো করতে চাইবেন, ওইটা আশা করেছিলাম। কিন্তু ওইটা আমার একটা ভুল হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার ওইভাবে কাজ করছে না।’