ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে তারেক (৩৫) নামে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে উপজেলার উপকূলীয় পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় লবণের মাঠে এই দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মছিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মৌলভী আবদুল্লাহ জানান, হঠাৎ বৃষ্টি এবং বাতাস শুরু হলে তারেক মাঠ থেকে লবণ তুলতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।