ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে আকবর হোসেন (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে।
রোববার বিকেলে উখিয়া রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত আকবর হোসেন একই জেলার মমতাজের ছেলে ও একটি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসাবে উখিয়াতে কর্মরত ছিলেন। ঘটনার পর আকবর হোসেন স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
জানা যায়, উখিয়া মহিলা কলেজের পাশের এলাকায় শোভা আক্তার ও তার স্বামী আকবর হোসেন ভাড়া বাসায় বসবাস করতেন। শোভার সঙ্গে তার স্বামীর প্রায় সময় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকতো। এ ঘটনার জেরে আকবর হোসেন রোববার শোভা আক্তারকে মারধর করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শোভা আক্তারকে অচেতন অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বামী আকবার হোসেন কৌশলে হাসপাতাল থেকে তার কোলে থাকা কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে যান। নিহত শোভা আক্তারের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসেন বলেন, শোভা আক্তার নামে এক নারীর মরদেহ উখিয়া হাসপাতাল থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শোভা আক্তারের স্বামী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।