ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য একটাই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
আজ সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণ অধিকার পরিষদের বৈঠকে এ কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য একটাই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এ কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, মানুষের ঐক্যের মধ্যদিয়েই বাংলাদেশকে নতুন বাংলাদেশে নিয়ে যেতে হবে। প্রচেষ্টা রাখতে হবে রাজপথে ও চর্চায়। ক্ষমতার বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা ও বাংলাদেশ জাগ্রত হতে পারে সেভাবে জাতীয় সনদ তৈরি করতে হবে।
ড. আলী রীয়াজ বলেন, বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, সকলেই মিলে সে সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। সেই পথ ও প্রচেষ্টায় সকলেই একত্রিত আছি, থাকব। একত্রিত থাকার তাগিদ জারি রাখব।
রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চর্চা ও ঐক্যে এবং সকলেই সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে।