ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট : ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বাধীনতার পর প্রথম কার্গো সার্ভিস চালু হচ্ছে ঢাকার বাইরে। ফ্যাসিস্ট সরকার আমাদের নিজস্ব চিন্তা চেতনা নষ্ট করে পরনির্ভরশীল করে রেখেছিল।
রবিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর স্বল্প সময়ে সবার সহযোগিতায় অভ্যন্তরীণভাবেই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।
জানা গেছে, কার্গো ফ্লাইটটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করবে সিভিল অ্যাভিয়েশন। ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা দেয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। আজ ৬৬ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে সরাসরি স্পেনে যাচ্ছে উদ্বোধনী কার্গো ফ্লাইটটি।