ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার

ঢাকা, এপ্রিল ২৬, ২০২৫] কোরবানির ঈদে মাংস সংরক্ষণ থেকে শুরু করে বিশেষ রান্নার প্রস্তুতি সবকিছুই স্বাচ্ছন্দ্যে করতে প্রয়োজন বেশি ক্যাপাসিটির রেফ্রিজারেটর। ঈদের সময়টাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স আপগ্রেডের সুযোগ করে দিতে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ নিয়ে এসেছে ‘এই ঈদে ঘর সাজে স্যামসাং আমেজে’ শীর্ষক দুর্দান্ত এক ক্যাম্পেইন। ইতোমধ্যেই শুরু হয়ে যাওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সাধারণত, ঈদুল আজহার এই উৎসবমুখর সময়ে ক্রেতারা নতুন রেফ্রিজারেটর কিনেন। আর এক্ষেত্রে, ক্রেতাদের সুবিধা বিবেচনায়, ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং নিয়ে এসেছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার সহ সহজ ইএমআই সুবিধাসহ। এ সকল সুবিধায় ক্রেতারা কিনতে পারবেন নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন—উপভোগ করবেন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।

ক্রেতারা স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটর আরএস৭২ বি৪ (নেট ক্যাপাসিটি ৬৪৭ লিটার) ক্যাশব্যাক অফারে ১০ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন ১,৮৯,৯০০ টাকায়। এবং স্যামসাং ৬৫-ইঞ্চি নিও কিউএলইডি ৪কে স্মার্ট টিভি ক্রয়ে ক্যাশব্যাক হিসেবে থাকছে ১৬৬,০০০ টাকা। যার ফলে ক্রেতারা ৩৯৫,৯০০ টাকা মূল্যের টিভিটি কিনতে পারবেন ২২৯,৯০০ টাকায়।

রেফ্রিজারেটরের উল্লেখযোগ্য অন্যান্য মডেলের মধ্যে রয়েছে আরটি৪৭ ৮এ বিস্পোক এআই রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৪৬৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড)। আগের মূল্য ১৬৫,৯০০ টাকার পরিবর্তে রেফ্রিজারেটরটির বর্তমান দাম ১৫৫,৯০০ টাকা। আরটি৩৫ বি১ রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৩৪৮ লিটার; মেইড ইন থাইল্যান্ড) এবং আরটি৩৫ ২২ (নেট ক্যাপাসিটি ৩৪৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) যথাক্রমে ৯৯,৯০০ টাকা (আগের মূল্য ১০২,৯০০ টাকা) এবং ১০৯,৯০০ টাকায় (আগের মূল্য ১১৬,৯০০ টাকা) পাওয়া যাচ্ছে। রেফ্রিজারেটর মডেল আরটি৩১ বি১ (নেট ক্যাপাসিটি ৩০৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) পাওয়া যাবে ৮৮,৯০০ টাকায় (পূর্বের মূল্য ৯০,৯০০ টাকা)। সবগুলো রেফ্রিজারেটরেই রয়েছে ডিজিটাল ইনভার্টারে ২০ বছরের ওয়্যারেন্টি।

পাশাপাশি, এ ক্যাম্পেইনের অধীনে আকর্ষণীয় ছাড়ে টিভিও কিনতে পারবেন ক্রেতারা। ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভিটি কেনা যাবে ১২৬,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক অফার হিসেবে পাওয়া যাবে ৩৩,০০০ টাকা ছাড়। আবার ৪৩ডিইউ৮০০০ টিভি পাওয়া যাবে ৫৮,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে ১১,০০০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপ লোড ডবিøউএ১৩সিজি ওয়াশিং মেশিন কিনতে পারবেন ৬১,৯০০ টাকায়, যার আগের দাম ছিল ৬৩,৯০০ টাকা এবং ফ্রন্ট লোড ডবিøউডবিøউ৮০এজি ওয়াশিং মেশিন কেনা যাবে ৭২,৯০০ টাকায় (পূর্ব মূল্য ছিল ৭৬,৯০০ টাকা)।

ঈদের এ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদের সময়টা পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও খাবার-দাবারের বিশেষ আয়োজন সব মিলে আমাদের ঘর আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। ঈদুল আজহার এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের ঘরকে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই। আমাদের বিদ্যুৎ-সাশ্রয়ী ও নান্দনিক ডিজাইনের টিভি এবং রেফ্রিজারেটরের মাধ্যমে ক্রেতারা তাদের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন।”
ক্রেতারা ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‌্যাংস ইমার্টসহ স্যামসাং অনুমোদিত ডিলার শো-রুমগুলোতে আকর্ষণীয় চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিচার হলে আ.লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না : মামুনুল হক

» অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

» জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নিহত

» দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

» নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে স্বামী আটক

» আমরা ক’জন সিডনি’র আয়োজনে বাংলা বর্ষবরণ

» সাবেক এনআইডি ডিজির এনআইডি ব্লক করার নির্দেশ

» ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

» যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত

» বিদ্যুৎ-মেট্রোরেল-সড়ক-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশন স্ক্রলে দিতে হবে

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার

ঢাকা, এপ্রিল ২৬, ২০২৫] কোরবানির ঈদে মাংস সংরক্ষণ থেকে শুরু করে বিশেষ রান্নার প্রস্তুতি সবকিছুই স্বাচ্ছন্দ্যে করতে প্রয়োজন বেশি ক্যাপাসিটির রেফ্রিজারেটর। ঈদের সময়টাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স আপগ্রেডের সুযোগ করে দিতে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ নিয়ে এসেছে ‘এই ঈদে ঘর সাজে স্যামসাং আমেজে’ শীর্ষক দুর্দান্ত এক ক্যাম্পেইন। ইতোমধ্যেই শুরু হয়ে যাওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সাধারণত, ঈদুল আজহার এই উৎসবমুখর সময়ে ক্রেতারা নতুন রেফ্রিজারেটর কিনেন। আর এক্ষেত্রে, ক্রেতাদের সুবিধা বিবেচনায়, ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং নিয়ে এসেছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার সহ সহজ ইএমআই সুবিধাসহ। এ সকল সুবিধায় ক্রেতারা কিনতে পারবেন নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন—উপভোগ করবেন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।

ক্রেতারা স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটর আরএস৭২ বি৪ (নেট ক্যাপাসিটি ৬৪৭ লিটার) ক্যাশব্যাক অফারে ১০ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন ১,৮৯,৯০০ টাকায়। এবং স্যামসাং ৬৫-ইঞ্চি নিও কিউএলইডি ৪কে স্মার্ট টিভি ক্রয়ে ক্যাশব্যাক হিসেবে থাকছে ১৬৬,০০০ টাকা। যার ফলে ক্রেতারা ৩৯৫,৯০০ টাকা মূল্যের টিভিটি কিনতে পারবেন ২২৯,৯০০ টাকায়।

রেফ্রিজারেটরের উল্লেখযোগ্য অন্যান্য মডেলের মধ্যে রয়েছে আরটি৪৭ ৮এ বিস্পোক এআই রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৪৬৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড)। আগের মূল্য ১৬৫,৯০০ টাকার পরিবর্তে রেফ্রিজারেটরটির বর্তমান দাম ১৫৫,৯০০ টাকা। আরটি৩৫ বি১ রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৩৪৮ লিটার; মেইড ইন থাইল্যান্ড) এবং আরটি৩৫ ২২ (নেট ক্যাপাসিটি ৩৪৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) যথাক্রমে ৯৯,৯০০ টাকা (আগের মূল্য ১০২,৯০০ টাকা) এবং ১০৯,৯০০ টাকায় (আগের মূল্য ১১৬,৯০০ টাকা) পাওয়া যাচ্ছে। রেফ্রিজারেটর মডেল আরটি৩১ বি১ (নেট ক্যাপাসিটি ৩০৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) পাওয়া যাবে ৮৮,৯০০ টাকায় (পূর্বের মূল্য ৯০,৯০০ টাকা)। সবগুলো রেফ্রিজারেটরেই রয়েছে ডিজিটাল ইনভার্টারে ২০ বছরের ওয়্যারেন্টি।

পাশাপাশি, এ ক্যাম্পেইনের অধীনে আকর্ষণীয় ছাড়ে টিভিও কিনতে পারবেন ক্রেতারা। ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভিটি কেনা যাবে ১২৬,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক অফার হিসেবে পাওয়া যাবে ৩৩,০০০ টাকা ছাড়। আবার ৪৩ডিইউ৮০০০ টিভি পাওয়া যাবে ৫৮,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে ১১,০০০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপ লোড ডবিøউএ১৩সিজি ওয়াশিং মেশিন কিনতে পারবেন ৬১,৯০০ টাকায়, যার আগের দাম ছিল ৬৩,৯০০ টাকা এবং ফ্রন্ট লোড ডবিøউডবিøউ৮০এজি ওয়াশিং মেশিন কেনা যাবে ৭২,৯০০ টাকায় (পূর্ব মূল্য ছিল ৭৬,৯০০ টাকা)।

ঈদের এ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদের সময়টা পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও খাবার-দাবারের বিশেষ আয়োজন সব মিলে আমাদের ঘর আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। ঈদুল আজহার এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের ঘরকে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই। আমাদের বিদ্যুৎ-সাশ্রয়ী ও নান্দনিক ডিজাইনের টিভি এবং রেফ্রিজারেটরের মাধ্যমে ক্রেতারা তাদের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন।”
ক্রেতারা ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‌্যাংস ইমার্টসহ স্যামসাং অনুমোদিত ডিলার শো-রুমগুলোতে আকর্ষণীয় চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com