ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :সাদা পোশাকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের জন্য পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে (পিএসএল) শুরু থেকে অংশ নিতে পারেননি নাহিদ রানা। তাকে সিলেটে সাদা পোশাকে লড়াই করতে হয়েছে। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টাইগার এই গতি তারকা খেলবেন না আগে থেকেই জানিয়েছিলো বিসিবি। ফলে পিএসএলে নামার অপেক্ষায় রয়েছেন তরুণ এই গতি দানব।
প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন তিনি, যেখানে পেশোয়ার জালমিরের হয়ে খেলবেন এই গতি দানব। এ বছর পিএসএলের ড্রাফটে মোট ৩৯ বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করেছিলেন, এর মধ্যে তিনজন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন। চোটের কারণে লিটন দাস শুরুতেই দেশে ফিরে আসতে বাধ্য হন।
আর লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদ হোসেন এখন তার দলের গুরুত্বপূর্ণ সদস্য। এবার সেই তালিকায় যোগ হলো নাহিদ রানার নাম, যিনি পেশোয়ার জালমিরে গোল্ড ক্যাটাগরিতে সরাসরি চুক্তি করেছেন। বাবর আজমের নেতৃত্বে খেলতে যাওয়া নাহিদ পেশোয়ারের সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন।
পেশোয়ার জালমিরের হয়ে খেলার উদ্দেশ্যে আজ দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি, চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।
টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে পেশোয়ার। আগামীকাল রাত ৯টায় কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে লড়বে নাহিদদের দল। ওই ম্যাচে হয়ত দেখা যাবে টাইগার স্পিডস্টারকে।