ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় একটি বাড়ির ওপর ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি প্লেন থেকে ভারী বস্তু পড়েছে। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।
আইএএফ-এর প্লেন থেকে ধাতব বস্তু পড়ায় বাড়িটির মারাত্মক ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
এদিকে আইএএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, শিবপুরীর কাছে আইএএফ বিমান থেকে একটি অ-বিস্ফোরক বস্তু অসাবধানতাবশত পড়ে যাওয়ার ফলে স্থলভাগে সম্পত্তির যে ক্ষতি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছে আইএএফ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ১১টার দিকে মনোজ সাগর নামের এক শিক্ষকের বাড়ির ছাদের ওপর একটি ভারী বস্তু পড়েছে। বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ফলে আশেপাশের বাড়িতেও কম্পন অনুভূত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
ঘটনার সময় সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়।
এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি খুব শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এই ঘটনার পর গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া