ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছেন তাদের গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বিএনপি পরিবারের উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চব্বিশের গণআন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানকে চিকিৎসা সহায়তা দেয় বিএনপি।
রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছেন, তাদের গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। জুলাই শহীদদের আত্মার শান্তির জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রিজভী বলেন, যেসব নির্বাচন কমিশনার নির্বাচনকে প্রহসনে পরিণত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করেছেন, তাদের গ্রেফতার করতে হবে।
এসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানান।