ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে উজ্জল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়থা বাজার থেকে বাড়ী ফেরার পথে শিমুলতলী এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
হামলার পর পরই স্থানীয়রা তাকে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল হোসেনের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী শাকিলা।
প্রত্যক্ষদর্শী ও বংশিবাটি গ্রামের জাহিদ হাসান জানান, রাত ৯টার পর উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে বড়থা বাজার পরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ধারণা করছি উজ্জল হোসেন যেহেতু ছাগলের ব্যবসা করতেন। তাই তার কাছে নগদ টাকা ছিনিয়ে নেবার জন্য তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
নিহতের স্ত্রী শাকিলা পারভিন জানান, উজ্জল বিভিন্ন গ্রামে ও হাটে ছাগলের ব্যবসা করতেন। ছাগল কেনা-বেচা করতেন। আর তার শাশুড়ি নাসিমা বেগম ও বড় চাচা জাইদুল ইসলাম এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
পত্নীতলার থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আর নিহতের লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, শুক্রবার সকালে ওই ঘটনায় সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আনা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।