রুখসানা রিমি :
অন্ধকারের ঢেউয়ের মাঝে যখন
আমি হাবুডুবু খাই
তখন বিষণ্নতার জানালায় এসে
আশার প্রদীপ জ্বেলে
অনুরাগ কানে কানে বলে-
‘ভাবছো কেন প্রাণের সুধা…
আঁচলভরা দুঃখগুলো আমায় দাও
বিনিময়ে আমি তোমায়
সুখের পরশ দেবো।’
অনুরাগ আমার দুর্ভাবনার তপ্ত বুকে
তৃপ্তির শিশির ছড়িয়ে বলে-
‘প্রিয় সুধা, তুমি যখন যেখানে যাও
সেখানে আলো ছড়িয়ে যাও। অথচ…
তোমার আকাশে মেঘের অনেক জ্বালা।
যন্ত্রণাকাতর মেঘগুলোকে আমায় দাও
বিনিময়ে আমি তোমায়
নবান্নের স্বাদ দেবো’
হে অনুরাগ, তোমার কাছে
রইল আমার পাহাড়সম ঋণ
কথা দিলাম জোছনা হয়ে
তোমার পাশে থাকবো চিরদিন।
Facebook Comments Box