[ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫] দেশের বাজারে চারটি বিশ্বখ্যাত এআইওটি ব্র্যান্ডের পণ্য নিয়ে এসেছে আকিজ টেলিকম লিমিটেড। এই ব্র্যান্ডগুলো হলো- ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স। উদ্ধোধনী অনুষ্ঠানে টিডবিøউএস ইয়ারবাড, নেকব্যান্ড ও ক্যাবলসহ মোট ১৫০টির বেশি নতুন এআইওটি পণ্য প্রদর্শন করা হয়। এসব পণ্য গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিতের পাশাপাশি মোবাইল ফোন ও গ্যাজেট খাতের স¤প্রসারণে অবদান রাখবে।
এ উপলক্ষে আজ (২৩ এপ্রিল) ঢাকার বনানী ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আকিজ টেলিকম লিমিটেডের সিইও জি এম কামরুল হাসান এবং ওয়ানলিন টেকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ অন্য উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওয়ানলিন টেকের গেøাবাল ম্যানেজার পল।
আকিজ টেলিকমের হাত ধরে দেশের বাজারে যাত্রা শুরু হওয়া ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স ব্র্যান্ডগুলো ইতোমধ্যে স্মার্ট প্রযুক্তি, উদ্ভাবন এবং গুণমানের জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। বাংলাদেশে বাজারে এসব ব্র্যান্ডের পণ্য বিক্রির জন্য আকিজ টেলিকম বহুজাতিক কর্পোরেশন শেনজেন ওয়ানলিন টেকনোলজি কোং লিমিটেডের সাথে একটি রয়্যালটি চুক্তি স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, “বিশ্বব্যাপী সমাদৃত এই ব্র্যান্ডগুলোর পণ্য বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসার লক্ষ্যে শেনজেন ওয়ানলিনের সাথে আকিজ টেলিকমের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগটি দেশকে আরও স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।”
আকিজ টেলিকম লিমিটেডের সিইও জি এম কামরুল হাসান বলেন, “বাংলাদেশে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলো লঞ্চ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ আমাদের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ; পাশাপাশি সকলের জন্য স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যত নির্মাণের প্রতিশ্রæতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি যে, এসব ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।”
ইভেন্ট চলাকালীন টিডবিøউএস ইয়ারবাড, নেকব্যান্ড ও ক্যাবলসহ মোট ১৫০টির ও বেশি নতুন এআইওটি পণ্য প্রদর্শন এবং লঞ্চ করা হয়। দেশের প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে সকলের জন্য অনন্য ডিজিটাল লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রæতিবদ্ধ আকিজ টেলিকম।