ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতা দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে যায়। এরপর জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্তেই দেখা গেছে বাংলাদেশকে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে।
দুই ইনিংসেই দারুণ বোলিংয়ের পর ১৭৪ রানের লক্ষ্য পেল জিম্বাবুয়ে। তবু এই ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হবে তাদের। টেস্ট ক্রিকেটে কখনও ১৬২ রানের বেশি তাড়া করে জিততে পারেননি। ১৯৯৮ সালে ১৬২ রানের লক্ষ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল তারা। এছাড়া একশর বেশি রান তাড়ায় আর দুইটি জয় আছে জিম্বাবুয়ের। চতুর্থ ইনিংসে রান তাড়া করে সব মিলিয়েই জিম্বাবুয়ের জয় মাত্র ৫টি।
মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল বৃষ্টির দাপট। এদিন ৪ উইকেট হারিয়ে ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রান। বুধবার (২৩ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময় অনুসারে সকাল ৯টা ৪৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে আগে মাঠে প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই ১১টায় মাঠে নামে দুই দল।
চতুর্থ দিনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় বলে শান্তকে সাজঘরের পথ দেখান ব্লেসিং মুজারাবানি। ১০৪ বলে ৬০ রান করেন তিনি। এরপর জাকের আলীকে সঙ্গ দিতে পিচে আসেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ১৬ বলে ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকার হন এই ডান হাতি ব্যাটার। এতে ২১১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
চতুর্থ দিন সকালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে যানতাইজুল ইসলাম। রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরের বলে কাট করার চেষ্টায় নিয়াশা মায়াভোর গ্লাভসে ধরা পড়েন তাইজুল। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিয়ে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে। ৩ বলে তাইজুল করেন ১ রান। এক প্রান্ত আগলে রাখেন জাকের আলি। অন্য প্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
১০৬ বলে ফিফটির দেখা পান জাকের আলী। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের লিড দেড়শ পার করেন তিনি। মিরাজরা তাকে সঙ্গ দিতে না পারলেও হাসান মাহমুদ দারুন সঙ্গ দিয়েছেন। এই দুইজনের জুটিতে আসে ৯১ বলে ৩৫ রান। কিনতি মাসাকদজার ওভারে সাজঘরে ফেরেন হাসান-খালেদ। হাসানের ব্যাট থেকে আসে ১২ রান। বল খেলেন ৫৮টি।
সৈয়দ খালেদ আহমেদ খেলতে পারেন কেবল ১ বল। ওয়েলিংটন মাসাকাদজার অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় স্লিপে ক্রেইগ আরভাইনের হাতে ধরা পড়েন তিনি। মাসাকাদজার হ্যাটট্রি ঠেকিয়ে দেন নাহিদ রানা। এরপর ছক্কা মারার চেষ্টায় সীমানায় ধরা পড়েন জাকের আলি।
১১১ বলে এক ছক্কা ও চারটি চারে ৫৮ রান করেন জাকের। তার বিদায়ে ২৫৫ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকায় ১৭৪ রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ।