ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট : বর্তমানে ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারী জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেছেন, দেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। রুলার সরকার না থাকায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা মসজিদ নির্মাণের মতো কাজে এগিয়ে আসেন, তারা নানা সমস্যার মধ্যে আছেন।
এ অবস্থায় এই মসজিদ পুনর্নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এই কাজ শেষ করতে পারব। তিনি বলেন, এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাইস্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম। আমরা ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি। সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে—যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।
মির্জা ফখরুল বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করব যেন এই মসজিদের পুনর্নির্মাণ কাজ শেষ করতে পারি। এ জন্য অর্থ সংগ্রহসহ বিভিন্ন দিক থেকে অনেক দৌড়ঝাঁপ করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও আমি বিশ্বাস করি, মানুষের আন্তরিক প্রচেষ্টায় এই কাজ শেষ করা সম্ভব। কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ বা বুদ্ধি দিয়ে যেন এই ইবাদতের কাজে অংশ নেন, সেই আহ্বান জানাই।
এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি অ্যাডভোকেট মির্জা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী, মসজিদ নির্মাণ কমিটির আহ্বায়ক ডা. আবু খয়রুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন প্রমুখ।
প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের কাচারী জামে মসজিদ। এই বহুতল ভবনের মসজিদটি জেলার অন্যতম প্রধান ধর্মীয় ও স্থাপত্য কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।