শাহনাজ পারভীন মিতা:
আমার শহরে বৈশাখী কালো মেঘ
ঝড়ো বাতাসে উড়ুক্কু মন,প্রেমের মধুর আবেশ,
কে তুমি মেঘবালিকার সাথে ধরণীর বুকে
বাদল বরিষণে মনের গভীরে থাকো পরম সুখে ।
কৃষ্ণচূড়ার ফুল ছুঁয়ে ওই পলাশ শিমূলে
অবিরাম ঝরে পরো জীবন পথে ভুলে,
শহরের রাস্তায় জমে যায় জল অশ্রু টলমল
কে তুমি বাজাও বীণা উচ্ছ্বাসে প্রেম চঞ্চল ।
উড়ে যায় কাক ,ঝড়ে খুঁজে ফেরে আশ্রয়
কেঁদে মরে কেউ ,চিলের ডানায় গহন সন্ধ্যায়,
অঝর বৃষ্টি শহরের বুকে প্রেমিকের চোখ
হাহাকার বেদনায় ডুবে মরে প্রেম ,মনের অসুখ ।
শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল অঝর বারি
তোমার অপেক্ষায় আমি ,ভিজছে অরণ্যের সারি ।
Facebook Comments Box