ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের রাউজানে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউপির গরীবুল্লাহ পাড়ার ভাণ্ডারী কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মানিক। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
রাউজান থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই নাসিম বলেন, মানিক নামে একজন গুলি করে হত্যা করা হয়েছে। দলীয় কোন্দলের কারণে এই ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।