ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :ঋতুস্রাব নিয়ে আগেও মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঋতুস্রাবের সময় কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তা প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। এবার দাবি করলেন, এই ধরনের যন্ত্রণা পুরুষেরা সহ্য করতে পারতেন না। পুরুষদের ঋতুস্রাব হলে পরমাণু যুদ্ধ লেগে যেত।
ঋতুস্রাব বিভিন্ন নারীর শরীরে বিভিন্ন প্রভাব ফেলে। কিন্তু এই যন্ত্রণাকে পুরুষেরা খানিকটা ছোট করেই দেখেন বলে মনে করেন জাহ্নবী। কারও সঙ্গে ঝগড়া হলে বা নিজের মতামত স্পষ্ট করে বলতে গেলেই পুরুষেরা প্রশ্ন করেন, “এখন কি মাসের সেই সময়টা চলছে?”
এই প্রসঙ্গে জাহ্নবী বলেন, “এই প্রশ্ন বেশির ভাগ ক্ষেত্রে আপনারা সহানুভূতি থেকে করেন না। যদি সত্যিই যন্ত্রণা বুঝে এই প্রশ্ন করে থাকেন, তাহলে আপনাকে স্বাগত। কারণ, এই যন্ত্রণা সত্যিই সাংঘাতিক এবং ভিন্ন প্রভাব ফেলে নারীদের শরীরে।”
জাহ্নবী এই প্রসঙ্গে আরও বলেন, “আমি নিশ্চিত বলতে পারি, এক মিনিটের জন্যও এই যন্ত্রণা ও মেজাজের ওঠাপড়া পুরুষরা মেনে নিতে পারবেন না। পুরুষদের ঋতুস্রাব হলে হয়তো পরমাণু যুদ্ধ বেঁধে যেত।”
নিজের ঋতুস্রাবের অভিজ্ঞতাও জানিয়েছিলেন অভিনেত্রী। ঋতুস্রাবের যন্ত্রণা নাকি এমন জায়গায় পৌঁছত যে, জাহ্নবী তার সম্পর্ক ভাঙতেও উদ্যত হয়েছেন একাধিকবার। প্রায় প্রতি মাসেই যখন যন্ত্রণা অসহ্য হয়ে উঠত, তার প্রভাব গিয়ে পড়ত সম্পর্কের ওপর। শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়তেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস, বলিউড বাবল, নিউজ১৮