ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। পরে সেখানকার রুশপন্থীরা গণভোট আয়োজন করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেয়নি।
মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত যুদ্ধ বন্ধ করতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।
তবে পদক্ষেপে অগ্রগতি না হলে শান্তি চেষ্টা থেকে দূরে সরে যাওয়ার হুমকিও দিয়েছেন। যদিও শান্তি চুক্তির বিনিময়ে এক ইঞ্চি ভূমিও ছাড়তে রাজি নয় ইউক্রেন। সূত্র: ব্লুমবার্গ, সিএনএন