ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেন, ‘আমি ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন স্থানে যাদেরকে নিয়োগ দিয়েছি, তারা সবাই আল্লাহওয়ালা। তারা কোনো ঘুষ নেয় না।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার ‘জীবন ও কর্ম’ নামে একটি গ্রন্থের প্রকাশনা এবং আলোচনা সভায় প্রধান মেহমানের বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। খালিদ হুসাইন বলেন, বর্তমান সরকার ৮ মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এবার হজের খরচ প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। সেইসঙ্গে সরকারি টাকায় এখন আর কেউ হজে যেতে পারবে না।
তিনি বলেন, আমরা মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করেছি। এখন কেউ চাইলেই কোন ইমামকে বহিষ্কার করতে পারবে না। ইমাম নিয়োগেরও নীতিমালা হবে। ইমাম-মোয়াজ্জিনের বেতনের জন্য ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমাম ও মোয়াজ্জিনের মর্যাদা বাড়ানোর জন্য আমরা প্রতিবছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে পুরস্কারের ব্যবস্থা করব।