ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক :স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় রাশ ঈসা বিমানবন্দরকে লক্ষ্য করে ভয়াবহ বিমানহামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে হতাহত হন অনেকেই। হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল মাসিমার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বলা হচ্ছে ইরান সমর্থিত হুথি বাহিনীর ওপর মার্কিন বাহিনী আক্রমণ শুরু করার পর এটি সবচেয়ে বড় হামলাগুলোর একটি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানায় ইয়েমেনের রাশ ঈসা একটি অপরিবর্তনীয় ও গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন ও বন্দর হিসেবে কাজ করে। দেশটির প্রায় ৭০ শতাংশ আমদানি পণ্য ও ৮০ শতাংশ মানবিক সহায়তা রাশ ঈসা, হুদায়দাহ ও আসসালিফ বন্দর দিয়ে প্রবেশ করে।
এ বিষয়ে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেওয়া, জনগণের ক্ষতি করা নয়। কিন্তু লোহিত সাগরে জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন।
২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তারা বলছে গাজায় যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের দোসরদের জাহাজ লক্ষ্য করে হামলা চালায় তারা। এরপর গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময় লোহিত সাগরে হামলা বন্ধ করে দেয় গোষ্ঠিটি। কিন্তু ১৮ মার্চ অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী আক্রমণ করলে, আবারো প্রতিরোধ করে হুথিরা।