আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি-: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও ভূমি দখলের মতো অপরাধের ঘটনা বেড়েই চলেছে। এসব অপরাধে জড়িয়ে পড়েছে এলাকার কিছু প্রভাবশালী ও সংঘবদ্ধ চক্র।
সাম্প্রতিক একাধিক ঘটনার দিকে নজর দিলে দেখা যায়, গভীর রাতে ঘরে ঢুকে চুরি-ডাকাতির পাশাপাশি মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের মতো ঘটনাও ঘটছে। ফলে সাধারণ মানুষ ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
রাযপুরের স্থানীয় বাসিন্দা জানান, “প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। রাতে নিরাপদে ঘুমানো যাচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
এদিকে, স্থানীয় প্রশাসন বলছে, এসব বিষয়ে কঠোর নজরদারি শুরু হয়েছে এবং অপরাধ দমনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এলাকাবাসীর অভিযোগ, অপরাধীরা বেশিরভাগ সময় ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
রায়পুরে পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা
Facebook Comments Box