ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি মন্তব্য করেন, “নতুন এই দলের কথাবার্তা, আচার-আচরণে একটি বিশৃঙ্খল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমি ড. আসিফ নজরুল সাহেবের বক্তব্য শুনছিলাম। সেখানে তিনি ভুলবশত ‘সরকার’-এর পরিবর্তে ‘দল’ বলে ফেলেন। এটি শুধু একটি স্লিপ অফ টাং নয়, বরং এটি প্রমাণ করে যে ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব ও চিন্তা-চেতনার উচ্চতা এখনো তার উপদেষ্টারা পুরোপুরি অনুধাবন করতে পারেননি।”
রনি মনে করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বের ধরন এবং দৃষ্টিভঙ্গি বোঝার অভাব তার উপদেষ্টাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে, যা ভবিষ্যতে হয়তো নেতিবাচক প্রভাব ফেলতে পারে।