ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের সখীপুরে আমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আমেনা বেগম সখীপুর উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমেনা বেগম পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি ঘরের বাইরে বেরিয়ে আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশের ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার শরীর থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের মেয়ে লিতু আক্তার বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।