ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার আটমাইল ও বহলবাড়ীয়া সেন্টারের মাঝামাঝি এলাকায় মালবাহী ট্রাকের চাপায় রেহেনা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়।
আজ সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পঞ্চগড় থেকে যশোরগামী একটি মালবাহী ট্রাক রেহেনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রেহেনা খাতুন আটমাইল এলাকার মন্টু সর্দারের স্ত্রী।
অপরদিকে, গেল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারার গোলাপনগরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বালুবাহী ট্রাকের চাপায় ফিরোজ আলম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফিরোজ আলম বাহাদুরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে একটি ট্রাক আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। অন্য ট্রাকটিকে চিহ্নিত করার কাজ চলছে এবং তার চালকদের আটক করার জন্য কাজ করছে পুলিশ।