আটককৃতরা হলেন, সদর থানার বরুনকান্দি গ্রামের মো. খাদিমুলের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (৫৪), লোকাই জানি গ্রামের মৃত খুদা বক্সের ছেলে মো. পিন্টু (৪৪), একই গ্রামের মো. পিন্টু হোসেনের ছেলে মো. তামিম (১৮) ও কুসাইডাঙ্গা গ্রামের মৃত চেরু মন্ডলের ছেলে মো. কলিম উদ্দিন (৬৮)।
জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁ সদর থানার লাখাই জানি বাজারের পাশে বৈশাখী মেলা চলছিল। এ মেলায় প্রশাসনের অগোচরে নিসিদ্ধ জুয়া খেলা চলচ্ছিল। ডিজিএফআইয়ের এমন গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প থেকে মেলায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও তাদের হাতে এই চারজন আটক করতে সক্ষম হয়। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ তাদেরকে মদ্যপান অবস্থায় আটক করে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ. নুরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় সোপার্দ করে। তাদের মধ্যে কেউ বাদী না হওয়ায় আটককৃতদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।