ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত খুলনা জংশন স্টেশন এলাকায় চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় তারা।
কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে খুলনার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ আন্দোলনের অংশগ্রহণ করেন। প্রশাসনের আশ্বাসে তার ট্রেন লাইন অবরোধ ছেড়ে দেন। শিক্ষার্থীরা ট্রেন আটকে দেওয়ায় খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে পারছিল না। এতে করে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ ছিল।
খুলনা রেল স্টেশন মাষ্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছিল। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা রেল অবরোধ ছেড়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।