বরিশাল বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গোপন মিটিং করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

আটক ওই ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে ভোলারোডে একটি দোকানে টিকলি শরীফসহ তিন জনকে অবরুদ্ধ করে ছাত্রদল নেতাকর্মীরা। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলে রাত ৯টার দিকে প্রক্টর এসে টিকলী শরীফকে পুলিশের হাতে তুলে দেন। এর মধ্য টিকলী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বাকি দুইজন ছাত্রলীগ করতেন না বলে জানা গেছে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা মিনহাজুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ফোন করে জানিয়েছে টিকলি শরীফসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসের সামনে গোপন মিটিং করছে। খবর পেয়ে তারা সেখানে গিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলি শরীফ জুলাই-অগাস্টের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। বর্তমানে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অস্থিশীল করার পায়তারা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গোপন মিটিং করা অবস্থায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, কিছু শিক্ষার্থী বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পরবর্তী ব্যাবস্থা পুলিশ আইন অনুযায়ী গ্রহণ করবে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তাদের কাছে হস্তান্তর করা তিনজনের মধ্যে দুই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। টিকলীর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এড. মোহাম্মদ সেলিম মিয়া’র গণ সংযোগ লিফলেট বিতরণ

» অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ

» দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে আওয়ামী লীগ: মঈন খান

» ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

» পাউরুটি কীভাবে খেলে ওজন কমবে?

» সেই শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

» প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প!

» সহোদর দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

» অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে: ফখরুল

» পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বরিশাল বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গোপন মিটিং করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

আটক ওই ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে ভোলারোডে একটি দোকানে টিকলি শরীফসহ তিন জনকে অবরুদ্ধ করে ছাত্রদল নেতাকর্মীরা। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলে রাত ৯টার দিকে প্রক্টর এসে টিকলী শরীফকে পুলিশের হাতে তুলে দেন। এর মধ্য টিকলী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বাকি দুইজন ছাত্রলীগ করতেন না বলে জানা গেছে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা মিনহাজুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ফোন করে জানিয়েছে টিকলি শরীফসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসের সামনে গোপন মিটিং করছে। খবর পেয়ে তারা সেখানে গিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলি শরীফ জুলাই-অগাস্টের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। বর্তমানে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অস্থিশীল করার পায়তারা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গোপন মিটিং করা অবস্থায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, কিছু শিক্ষার্থী বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পরবর্তী ব্যাবস্থা পুলিশ আইন অনুযায়ী গ্রহণ করবে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তাদের কাছে হস্তান্তর করা তিনজনের মধ্যে দুই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। টিকলীর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com