সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবির মেয়রপ্রার্থী শামীম হোসেন মণ্ডলের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যার চেষ্টা চালায়।
সোমবার (১৪ এপ্রিল) রাতে পৌর সুপার মার্কেটের সামনে রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে বসে আলোচনা করছিলেন শামীম। এ সময় দুইটি মোটরসাইকেলে করে ছয়জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি তার গায়ে না লাগায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
প্রত্যক্ষদর্শী যুবদল নেতা হারুনুর রশিদ সজল জানান, গুলির পরপরই উপস্থিত নেতাকর্মীরা সন্ত্রাসীদের ধাওয়া করে। এতে একটি মোটরসাইকেল পড়ে গেলে পাঁচজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ওসি মইনুল হোসেন বলেন, ধৃত ব্যক্তি ফরিদপুরের সদরপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে রুবেল হোসেন (৩০)। আসামিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Facebook Comments Box