এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোংলা ঘষিয়াখালি চ্যানেলের পিকনিক কর্ণার সংলগ্ন নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ মো. লুৎফুল কবির জানান, আজ রবিবার দুপুরে মোংলার পানির ঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নারীর লাশটি উদ্ধার করেছে নৌ পুলিশ।