ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ শামীম শেখ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আজ দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়।
এর আগে সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ শামীম শেখকে গ্রেফতার করা হয়।
এসময় ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শামীম শেখ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।