গাজায় নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ আজ

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে এবং বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সংহতির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন তাদের কর্মসূচি ঘোষণা করেছে।

 

উল্লেখ্য, ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিনজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং তা বিশ্বব্যাপী পালনের আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশেও ব্যাপকভাবে সংহতি প্রকাশ করা হচ্ছে।

 

গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হচ্ছে। এদিন বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর ইউনিট।

 

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিকেল ৪টায় মহাখালীতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এবং বিকেল ৫টায় বায়তুল মোকাররমে দক্ষিণ শাখা বিক্ষোভ করবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও বিকেল ৪টায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ছাত্রশিবির দেশব্যাপী ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

 

এছাড়া স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছে। ইউল্যাব ও আইইউবিএটি ক্যাম্পাসের সামনেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সকাল ১১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে ‘সাধারণ আলেম সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একই সময়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভের আয়োজন রয়েছে।

 

জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের ফটকে জাতীয় উলামা মাশাইখ আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফতে মজলিস বিক্ষোভ কর্মসূচি পালন করবে। একইদিন বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরেও বিক্ষোভের আয়োজন রয়েছে।

 

এদিকে, রবিবার গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে। তারা আগামী ৮ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন : পিন্টু

» ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: আমীর খসরু

» অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় : সামান্তা শারমিন

» প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় : নাহিদ

» জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালনার জন্য এগিয়ে আসেন ড. মুহাম্মদ ইউনূস : হিলারি ক্লিনটন

» বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

» বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে : প্রধান উপদেষ্টা

» মোরেলঞ্জে ২ যুগ পর পৌর বিএনপির নির্বাচনে সভাপতি ফরিদ সম্পাদক মিলন নির্বাচিত

» নওগাঁয় জুয়ার আসর থেকে মদ্যপ অবস্থায় আটক ৪

» পরিপূর্ণ হজ সম্পন্ন করতে চাইলে অবশ্যই হজের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে..ডিসি নওগাঁ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজায় নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ আজ

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে এবং বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সংহতির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন তাদের কর্মসূচি ঘোষণা করেছে।

 

উল্লেখ্য, ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিনজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং তা বিশ্বব্যাপী পালনের আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশেও ব্যাপকভাবে সংহতি প্রকাশ করা হচ্ছে।

 

গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হচ্ছে। এদিন বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর ইউনিট।

 

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিকেল ৪টায় মহাখালীতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এবং বিকেল ৫টায় বায়তুল মোকাররমে দক্ষিণ শাখা বিক্ষোভ করবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও বিকেল ৪টায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ছাত্রশিবির দেশব্যাপী ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

 

এছাড়া স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছে। ইউল্যাব ও আইইউবিএটি ক্যাম্পাসের সামনেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সকাল ১১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে ‘সাধারণ আলেম সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একই সময়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভের আয়োজন রয়েছে।

 

জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের ফটকে জাতীয় উলামা মাশাইখ আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফতে মজলিস বিক্ষোভ কর্মসূচি পালন করবে। একইদিন বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরেও বিক্ষোভের আয়োজন রয়েছে।

 

এদিকে, রবিবার গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে। তারা আগামী ৮ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com