দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

 

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল এই ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।

 

এ কনসার্ট উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন টুকু।

 

তিনি বলেন, বর্তমানে দেশীয় শিল্পীদের মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

 

টুকু অভিযোগ করেন যে বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী। যা খুবই দুঃখজনক।

 

তিনি বলেন, আমাদের উদ্দ্যেশ্য দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়া। কারণ আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভা মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই।

 

এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে। বিগত দিনে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেও বাদ দেওয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলবো।

 

তিনি জানান, ১১ এপ্রিল ঢাকাসহ ৪টি ভেন্যুতে হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই কনসার্ট আয়োজন করা হবে। অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা চাওয়ার পাশাপাশি ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: খাদ্য ও ভূমি উপদেষ্টা

» বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

» কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না : পরিবেশ উপদেষ্টা

» যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

» মাছ ধরাকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে ভাই খুন

» পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, সুনামি সতর্কতা

» লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

» বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

» পেয়ারার পুষ্টিগুণ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

 

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল এই ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।

 

এ কনসার্ট উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন টুকু।

 

তিনি বলেন, বর্তমানে দেশীয় শিল্পীদের মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

 

টুকু অভিযোগ করেন যে বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী। যা খুবই দুঃখজনক।

 

তিনি বলেন, আমাদের উদ্দ্যেশ্য দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়া। কারণ আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভা মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই।

 

এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে। বিগত দিনে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেও বাদ দেওয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলবো।

 

তিনি জানান, ১১ এপ্রিল ঢাকাসহ ৪টি ভেন্যুতে হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই কনসার্ট আয়োজন করা হবে। অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা চাওয়ার পাশাপাশি ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com