ডেস্ক রিপোর্ট : নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিব নামাজের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি “বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, এমন লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।
স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এ বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।
ডিভাইসটির অপারেটর মানিক জানান, ২৭ রমজান রাতে ডিভাইসটিতে ‘ঈদ মোবারক’ লেখা ছিল। পরে কে বা কারা তা পরিবর্তন করেছে সেটা আমার জানা নেই।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সারাদেশ | তারিখ : April, 3, 2025, 12:57 pm | নিউজটি পড়া হয়েছে :
14 বার
ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিব নামাজের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি “বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, এমন লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।
স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এ বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।
ডিভাইসটির অপারেটর মানিক জানান, ২৭ রমজান রাতে ডিভাইসটিতে ‘ঈদ মোবারক’ লেখা ছিল। পরে কে বা কারা তা পরিবর্তন করেছে সেটা আমার জানা নেই।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিব নামাজের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি “বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, এমন লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।
স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এ বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।
ডিভাইসটির অপারেটর মানিক জানান, ২৭ রমজান রাতে ডিভাইসটিতে ‘ঈদ মোবারক’ লেখা ছিল। পরে কে বা কারা তা পরিবর্তন করেছে সেটা আমার জানা নেই।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।