দেলোয়ার হোসেন লাইফ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার ৫৪ বছর উদযাপন করা হয়েছে। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে ‘বৈষম্যহীন’ নতুন বাংলাদেশ বিনির্মাণের, বুধবার(২৬ মার্চ) স্বাধীনতা দিবস উদযাপনে ঝরছে সেই পথে দৃঢ় থাকার প্রত্যয়।
পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪তম বার্ষিকীতে পৌঁছেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ২৬ শে মার্চ সূর্যোদয় এর সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম আরম্ভ হয়। উপজেলা চত্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস, এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম সহ সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। সকাল সাড়ে নয়টায় বনপাড়া মডেল হাই স্কুল মাঠে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন উদযাপনে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে গোটা দেশ; মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ নিয়ে স্বাধীনতার আনন্দক্ষণ উদযাপনে বাংলাদেশ প্রস্তুত। পরে সাড়ে এগারোটায় বড়াইগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়, একই সাথে একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও চব্বিশ এর জুলাই অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
Facebook Comments Box