ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংবিধান সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন।
আজ স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সংস্কারের দুটি দিক রয়েছে। কিছু সংস্কার নির্বাচনের আগেই নির্বাহী আদেশে করা সম্ভব, তবে কাঠামোগত পরিবর্তনগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন।
তিনি আরও বলেন, ‘যে সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে, তা আমাদের জাতীয় সনদ হিসেবে সামনে আসবে। আর যেখানে দ্বিমত থাকবে, সেখানে রাজনৈতিক দলগুলো জনমত গঠন করবে। জনগণের সমর্থনের উপর বিষয়টি নির্ভর করবে।
জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচনের আগেই কিছু সংস্কার নির্বাহী আদেশে করা সম্ভব। তবে, সংবিধান সংস্কারের জন্য একটি সংবিধান সংস্কার পরিষদ প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংশোধন করা যায়।
তিনি আরও বলেন, ‘সংস্কারটি জনগণের ম্যান্ডেট নিয়ে বাস্তবায়িত হবে। এ ক্ষেত্রে আদালত ওই সংবিধানকে সুরক্ষা দেবে, যেটি জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে হবে। আমরা মনে করি, সংস্কারের জন্য যথেষ্ট সময় রয়েছে।
স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আজকের দিবসের গভীর তাৎপর্য রয়েছে, বিশেষভাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
তিনি বলেন, ‘৫৪ বছরে রাষ্ট্র জনগণের জন্য সমতা ও সামাজিক ন্যায়বিচার প্রদান করতে পারেনি। তবে, স্বাধীনতা সংগ্রামের চেতনায়, আমাদের সামনে নতুন সুযোগ এসেছে, যাতে জনগণের পক্ষে রাষ্ট্র গঠন করা যায়।
এ সময় গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন