ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব). মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল ফিতরের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেফতারসহ অভিযান চলবে।
মঙ্গলবার ঈদযাত্রা নিরাপদসহ সার্বিক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বিশেষ বিশেষ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে।
বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শও দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত নারী নির্যাতন ও ধর্ষণের যত ঘটনা ঘটেছে, তা রিপোর্ট আকারে আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে।
ঈদের আগে শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিতে মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা তাদের বকেয়া। যেটা বাস্তবসম্মত সেগুলো পরিশোধ করতে হবে।
জাহাঙ্গীর আলম জানান, ঈদের সময় মাদকের ইস্যু বেড়ে যায়। মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।