বাইজিদ আহাম্মেদ ,পলাশ প্রতিনিধি :কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক,, পলাশ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নরসিংদী জেলা শাখার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মো: ফজলুল কবির জুয়েল নতুন বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার কথা উল্লেখ করে বলেন, আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০২৩ সালে দেশ ও জাতির কল্যাণে ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা আমাদের নেতা তথা বিএনপির নির্দেশে সারা বাংলাদেশের আনাচে কোনাচে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাটুরিয়া পর্যন্ত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা দিনরাত পরিশ্রম করে আসছি। আমাদের সেই নেতার ৩১ দফা যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে আবিভূত হবে। নতুন সমাজ ও নতুন দেশ আমরা গড়তে পারবো। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি সমাজ আমরা গড়তে পারবো।
ফজলুল কবির জুয়েল শুক্রবার ২১ মার্চ নরসিংদীর পলাশে তার নিজ বাড়িতে পবিত্র মাহে রমজানে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঘোড়াশাল পৌর এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। আমি ১৯৮৯ সাল থেকে বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে ৩৬ বছর যাবত বিএনপির সাথে জড়িত। আমি এই ৩৬ বছরে বিএনপি ও নেতাকর্মীসহ জনগণের সুখে দুখে সাথে আছি। আগামীতে দল ও তাদের সুখে দুখে পাশে থাকবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সহ-সভাপতি আশরাফ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি রাবেয়া আক্তার নিরু, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিল্লাল হোসেন, জুনায়েদ, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব আহাদ ইসলাম রাব্বি, যুগ্ম আহ্বায়ক নাজমুল, হাসিবুল ইসলাম রিজন, ইউসুফ, চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুমন, বাংলাদেশ শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক এম এ আলম, ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ঘোড়াশালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলিবিদ্ধ ইয়াসিন মৈশান ও আশরাফুল প্রমুখ।
শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box