ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : জামালপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পৌরসভাধীন মনিরাজপুর ছোটগড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টায় জামালপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মনিরাজপুর ছোটগড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় পতিত জমিতে একটি ড্রাম ট্রাক থেকে অন্য একটি ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানে মাদক স্থানান্তর করা হচ্ছিলো। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ টি সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। এসব মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
এ সময় জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চরবাগবাড়ী এলাকার মৃত ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন, এই উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আজিজুর রহমান বাবু ও পাটুনিপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে হাফিজুর রহমানকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে আব্দুল মালেক খোকনের নামে ইতিপূর্বে মেলান্দহ থানায় মাদক মামলা রয়েছে এবং সবাই নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।