ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সকলে মনে করে যত দ্রুত সম্ভব জনগণের সরকার প্রয়োজন। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। সেটা দ্রুত হলে দেশের অনেকগুলো সমস্যা সমাধান হয়ে যায়।
বৃহস্পতিবার (২০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বৈদেশিক সম্পর্ক এবং উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনৈতিক, নির্বাচন এবং সংস্কার কমিশনের যে ঐক্যমত সৃষ্টির প্রচেষ্টা চলছে তা নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে কারো দ্বিমত আছে বলে মনে হয় না যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা নয়।
‘যে সকল জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। যেখানে ঐকমত হবে না সেটা সাংবিধানিক বা হোক নির্বাচনসহ যেকোন বিষয় হোক সেটা আগামী নির্বাচনের পর জনগণের কাছে নিয়ে যাবে উপস্থাপন করবে মতামত নিয়ে এসে সংসদে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে এবং পাস হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে দেশে এবং দেশের বাইরে আলোচনা হচ্ছে নির্বাচন কবে হবে। দেশে কবে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইউরোপ হচ্ছে আমাদের রফতানির সবচেয়ে বড় ডেস্টিনেশন। সেখানে আমরা আগামী দিনে কি কাজ করতে পারি এবং বিএনপির পক্ষ থেকে আগামী দিনের ইউরোপীয় ইউনিয়ন সাথে আমাদের কর্মপন্থা কি হবে। সংস্কার ও নির্বাচনকে ঘিরে তারা সহযোগিতা করতে রাজি আছি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ অংশ নেন।