ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : টেকনাফ এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ ব্যাটলিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নাফ নদীর তীরবর্তী শাহ আলমের জোড়া এলাকায় রাতে অভিযানে যায় নোয়াপাড়া ক্যাম্প বিজিবি। এসময় দুইব্যক্তি নাফ নদীর অপর পার্শ্ব থেকে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ পার্শ্বে অবস্থানরত দুইজন চোরাকারবারীর নিকট মাদকদ্রব্য হস্তান্তর করার জন্য কেওড়া বাগানে আসে। চোরাকারবারীরা মাদক হস্তান্তর করার সময় বিজিবি অভিযান দলের তৎপরতা টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত জলাবদ্ধ ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। এ সময় বিজিবি’র অভিযান দলটির দিকে দুস্কৃতিকারীরা ১ রাউন্ড গুলি চালিয়ে মাদকসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবি সদস্যদের সাহস ও উদ্যোমের কারণে তাদের বহণকৃত বস্তাগুলো ফেলে গা ঢাকা দিতে বাধ্য হয়।
পরে অনুসন্ধান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া বিশেষভাবে মোড়কজাত দুইটি প্লাস্টিকের বস্তা থেকে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তবে মাদক বহনকারী চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি।