শাহনাজ পারভীন মিতা :
কেউ মন ভাঙে
জল ভরা গাঙে,
কেউ ডুবে মরে
কেউ পার হয় সাঁতরে ।
কেউ পূর্ণিমা চাঁদ
ভেঙে যায় ছাদ,
চাঁদের আলো ছায়া
চোঁখে মনের কায়া।
কেউ আঁধারে আলো
নদীজল ঢেউ কালো,
চুপি চুপি প্রেম আসে
শুধুই আলো হাওয়ায় ভাসে।
কেউ হয় ধ্রুব তারা
মনের গভীরে সাহারা,
অবেলায় মন কাঁদে
গহনের বেদনা সুর সাধে।
কেউ বর্ণে বর্ণে ভালোবাসা
শিউলি ফুল জলে ভাসা,
কখনো সে স্বপ্ন জাগায়
ঢেউ হয়ে অতলে হারায়।
তবুও প্রেম আসে জীবনে
মৃত্যুর উপত্যকা ছুঁয়ে মনে।
Facebook Comments Box