ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : সুবিধাবঞ্চিত ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।
শনিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনের সদস্যরা জানান, গতকাল বিকাল ৪টায় শাবিপ্রবির মিনি অডিটরিয়ামে কিন স্কুলের ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ইদবস্ত্র বিতরণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং কিনের উপদেষ্টা ড. জায়েদা শারমিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।